ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাত ৩টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আব্দুস সালাম বলেন, রাত ১০টার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে মাঝ নদীতে দুটি ফেরি, পাটুরিয়া ঘাটে চারটি এবং দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় পাড়ের ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহনসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়েছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব কমে এসে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। তখন অপেক্ষমাণ যানবাহনগুলোকে ধারাবাহিকভাবে পারাপার করা হবে।
উল্লেখ্য, শীত মৌসুমে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হয়, যা নিয়মিত যাত্রী ও পরিবহন খাতের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ