এনসিপি নেতা সুলতান জাকারিয়ার মনোনয়ন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।
সুলতান মুহাম্মদ জাকারিয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে তিনি জামায়াত-এনসিপি ও সমমনা দলগুলোর সমন্বয়ে গঠিত ১২ দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জাকারিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘আজ ৩ জানুয়ারি বেলা ১২ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নোয়াখালী -০২ (সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার!’

নিজস্ব প্রতিবেদক