দিনাজপুরে খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা
দিনাজপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী হিসেবে দলটির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ওই আসনে আরেকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। তাই বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, দাখিলকৃত কাগজপত্রে ত্রুটির কারণে দিনাজপুর-৩ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত রায়ের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপির সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম (খালেদা জিয়ার বিকল্প প্রার্থী), জামায়াতে ইসলামীর মো. মাঈনুল আলম, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, জনতার দলের মো. রবিউল ইসলাম সোহাগ, ইসলামী আন্দোলনের মো. খাইরুজ্জামান, বাসদের কিবরিয়া হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের লায়লাতুল রিমা ও খেলাফত মজলিসের রেজাউল করিম।
এদিকে, দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) সংসদীয় আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দিনাজপুর–১ ও দিনাজপুর–২ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মো. মঞ্জুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত বিধি অনুযায়ী নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় গরমিল পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
অপরদিকে, দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) সংসদীয় আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ওই আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)