কিশোরগঞ্জে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৪ জনের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুকসহ ১৭ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুসহ ১৪ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি থেকে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালীর মনোনয়নপত্র বৈধ এবং অপর স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান খোকনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর), কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলমসহ সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ কার্যক্রম পরিচালনা করেন।
যাচাই-বাছাই শেষে তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এসব আসনে বিএনপির প্রার্থীরা হলেন—কিশোরগঞ্জ-১ আসনে মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে জালাল উদ্দিন ও কিশোরগঞ্জ-৩ আসনে ড. এম ওসমান ফারুক।
জামায়াতের বৈধ প্রার্থীরা হলেন—কিশোরগঞ্জ-১ আসনে অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া, কিশোরগঞ্জ-২ আসনে শফিকুল ইসলাম মোড়ল ও কিশোরগঞ্জ-৩ আসনে ডা. জেহাদ খান। এ ছাড়া কিশোরগঞ্জ-১ আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বাতিল ঘোষিত উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি থেকে বিদ্রোহী হিসেবে দাঁড়ানো তিন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত মনোনয়নপত্র অন্য এক প্রার্থী দাখিল করায় এবং খেলাপি ঋণের গ্যারান্টার হওয়ায় মুজিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া এক শতাংশ ভোটারের তালিকায় গরমিলের কারণে অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে, কিশোরগঞ্জ-২ আসনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সাপেক্ষে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান খোকনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
গতকাল শনিবার কিশোরগঞ্জ-৪, কিশোরগঞ্জ-৫ ও কিশোরগঞ্জ-৬ আসনে দাখিলকৃত ২৯টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছিল।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ