চাঁদপুর-৪ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত দুটি শোকজ নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়। নোটিশ প্রদানকারী কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ হলেন সবুজ হোসেন।
শোকজ নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. হারুনুর রশীদ ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী।
বিএনপিপ্রার্থীকে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়, লায়ন মো. হারুনুর রশীদ নামে একটি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে গত ৬ জানুয়ারি প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লেখা পোস্টার প্রকাশ করা হয়। একই প্রোফাইল থেকে ধারাবাহিকভাবে নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
কমিটির মতে, কোনো প্রার্থীর এ ধরনের প্রচারণা নির্বাচনের নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগেই শুরু হওয়ায় তা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।
অপরদিকে জামায়াতপ্রার্থীকে দেওয়া শোকজ নোটিশে বলা হয়, গত ৭ জানুয়ারি বিল্লাল হোসেন মিয়াজী নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে প্রার্থীর ছবি ও দাঁড়িপাল্লা প্রতীক সংবলিত ‘১২ তারিখ সারা দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন’ লেখা পোস্টার শেয়ার করা হয়। এ ছাড়া ‘বিল্লাল হোসেন মিয়াজী সমর্থক গোষ্ঠী’ নামে একটি ফেসবুক পেজ থেকেও নিয়মিত নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে, যা কমিটির নজরে আসে। এই প্রেক্ষাপটে নোটিশে কেন তাঁদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না অথবা পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে লিখিত সুপারিশসহ নির্বাচন কমিশনে (ইসি) প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, আগামী সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় ফরিদগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুরে (জেলা জজ আদালত ভবন) উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে বা প্রার্থীদেরকে নিজে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে প্রার্থীদের বক্তব্য ছাড়াই নির্বাচন কমিশনে প্রয়োজনীয় প্রতিবেদন পাঠানো হবে।
এদিকে, সিভিল জজ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনি এলাকার অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেন শোকজ নোটিশ দ্রুত জারি ও জারির প্রতিবেদন দাখিলের জন্য ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর