মৌলভীবাজার–৪ আসনে ১১ দলীয় প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন শীর্ষ নেতা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ১১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে আসন সমঝোতার ভিত্তিতে তাকে এ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বৈঠক শেষে গঠিত যৌথ নির্বাচনি প্ল্যাটফর্মের নাম দেওয়া হয় ১১ দলীয় নির্বাচনি ঐক্য।
জোট সূত্র জানায়, জাতীয় সংসদের ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার লক্ষ্যে দফায় দফায় বৈঠক ও দীর্ঘ আলোচনা শেষে আসন বণ্টনে চূড়ান্ত সমঝোতা হয়। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার–৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা নূরে আলম হামিদীর নাম ঘোষণা করা হয়।
মুঠোফোনে এনটিভি অনলাইনকে মনোনয়ন প্রসঙ্গে মাওলানা নূরে আলম হামিদী বলেন, “আমাকে ১১ দলীয় ঐক্য থেকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, এই আসনের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করব।”
নূরে আলম হামিদী আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয় নিশ্চিত করাই এই জোটের প্রধান লক্ষ্য।”
মাওলানা নূরে আলম হামিদী বরুণার পীর, আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.)-এর জ্যেষ্ঠ সন্তান। বর্তমানে তিনি বরুণা মাদরাসার সদর নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মৌলভীবাজারসহ দেশ ও বিদেশে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও আন্দোলনমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
মনোনয়নের খবরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় ১১ দলীয় নির্বাচনি ঐক্য ও খেলাফত মজলিসের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে এলাকার রাজনীতিতে একটি নতুন মোড় হিসেবে দেখছেন।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)