এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুলের সম্পত্তির রিসিভার নিয়োগ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ নিয়ে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত মোট ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও বহুতল ভবনের ওপর ইতিপূর্বে জব্দের আদেশ দেওয়া হয়। এ ছাড়া আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ‘এস আলম হাউজ’, ‘এস আলম সেন্টার’, ‘এস আলম প্লে গ্রাউন্ড’ এবং খুলশী আবাসিক এলাকার ১২টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও ১৮টি পার্কিং স্পেসও রিসিভারের তত্ত্বাবধানে থাকবে।
দুদকের উপপরিচালক ও যৌথ তদন্ত দলের প্রধান তাহাসিন মুনাবীল হক এ সংক্রান্ত আবেদন আদালতে দাখিল করেন।

আদালত প্রতিবেদক