পোস্টাল ব্যালটে ভোট দিতে অ্যাপের সেটিংস পরিবর্তনের নির্দেশনা ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের সেটিংস পরিবর্তন করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) রাতে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভোটারদের এই বিষয়ে অবহিত করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিবন্ধনকারী ভোটারদের পুশ নোটিফিকেশন (Push Notification) মেসেজ দেখার জন্য অ্যাপের সেটিংসে গিয়ে ওই অপশনটি ‘এনাবল’ (Enable) করে নিতে হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো সম্পন্ন হয়েছে এবং দেশের অভ্যন্তরে থাকা নিবন্ধিত ভোটারদের কাছেও দ্রুততম সময়ের মধ্যে ব্যালট পাঠানো হবে। আগামী ২১ জানুয়ারির পর থেকে নিবন্ধিত এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক