বাকৃবিতে ছাত্রীর শ্লীলতাহানি : অভিযুক্তের কুশপুত্তলিকা দাহ
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বাধীনতা ও জাতীয় দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে এক ছাত্রলীগনেত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করেছেন একদল শিক্ষার্থী। মিছিল শেষে টিএসসির সামনে শ্লীলতাহানির ঘটনায় জড়িত ছাত্রলীগের পদপ্রত্যাশী তায়েফুর রহমান রিয়াদের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে টিএসসি চত্বরে এসব কর্মসূচি পালন করে। এর আগে কেআর মার্কেট ও বেগম রোকেয়া ছাত্রী হলের সামনে থেকে কালো পতাকা মিছিল নিয়ে বাকৃবি প্রশাসনিক ভবনের সামনে টিএসসি চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের বিচার দাবি ও বিজয় দিবসে নিজেদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
গত শনিবার সকালে মহান স্বাধীনতা ও বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দিতে গেলে বাকৃবি শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র তায়েফুর রহমান রিয়াদ বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ও হল শাখার ছাত্রলীগের নেত্রীসহ কয়েকজন ছাত্রীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। সে অভিযোগ প্রত্যাখ্যান করে তায়েফুর রহমান তার সমর্থকদের নিয়ে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী নেত্রীসহ অন্যদেরকে দোষারোপ এবং তাদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আরও প্রতিবাদমুখর হয়ে উঠেছে।