রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ মে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/12/raajshaahii-bishbbidyaalyy.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : এনটিভি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ মে। পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত। এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা৷
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপকমিটির একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম।
অধ্যাপক সুলতান-উল-ইসলাম জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে তেমন কোনো পরিবর্তন আসে নি। এবারও ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাবে ভর্তিচ্ছুরা৷ আগামী ২৯ মে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ৩১ মে শেষ হবে।