চবির অছাত্র ও বহিষ্কৃত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অবস্থানকারী অছাত্র ও বহিষ্কৃত শিক্ষার্থীদের আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে চবি কর্তৃপক্ষ।।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীদের পাশাপাশি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী; যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তাদেরও সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে।
এদিকে রোববার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১১টি উপগ্রুপ শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন গত ৫ বছরে ১৬২ বার সংঘর্ষে জড়িয়েছে। প্রতিবারই তারা ধারালো অস্ত্রের মহড়া দিয়েছে। রোববারের সংঘর্ষ ও সাংবাদিক মারধরের ঘটনার পর গত বছরের জুলাই মাসে গঠিত ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কমিটির অন্তত ২০ জন সিনিয় নেতার ছাত্রত্ব নেই। যারা আবাসিক হলের বিভিন্ন রুম দখল করে আছে বলে জানায় সাধারণ শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার জানান, সব ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। প্রশাসন মামলা করেছে। দোষীদের শাস্তির আওতায় আনা হচ্ছে।