লটারিতে ভর্তি : স্কুলের শূন্য আসনের তথ্য চেয়েছে মাউশি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/10/maushi_web.jpg)
আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য শূন্য আসনের তথ্য পূরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই তথ্য পূরণ করা যাবে। গতকাল সোমবার (৯ অক্টোবর) জারি করা এক আদেশে সরকারি-বেসরকারি স্কুলগুলোকে শূন্য আসনের তথ্য পূরণ করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
আগামী শিক্ষাবর্ষে দেশের সব সরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং সব মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি (জাতীয়করণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্যাদি আগামীকাল মঙ্গলবার থেকে আগামী ১৭ অক্টোবরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের লিংক gsa.teletalk.com.bd এ প্রবেশ করে টেলিটক কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে।
২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে নির্ধারিত তারিখের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন ফরম পূরণের অনুরোধ করা হয়েছে।