৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট লটারির সেপ্টেম্বরে ড্রতে বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নূর নবী সরদার জিতেছেন ২ কোটি দিরহাম (প্রায় ৬৬ কোটি টাকা)। স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ড্রতে ০৩৫৩৫০ নম্বর টিকিটের মাধ্যমে তিনি এই লটারি জেতেন।
৪৪ বছর বয়সী হারুন শারজাহতে প্রাইভেট ট্যাক্সি চালান। তিনি গত ১৪ সেপ্টেম্বর টিকিটটি কিনেছিলেন। লটারির জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বুশরা সরাসরি ফোনে এই সুখবর জানালে অবাক হয়ে হারুন শুধু বলেছিলেন— “ওকে, ওকে।” খবর খালিজ টাইমসের।
হারুন জানান, তিনি এই টিকিট ১০ জন সহকর্মীর সঙ্গে মিলে কিনেছিলেন। ফলে পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হয়ে যাবে। ২০০৯ সাল থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন কাটাচ্ছেন এবং প্রতি মাসেই বিগ টিকিট কিনে আসছিলেন ভাগ্য পরীক্ষার আশায়।
হারুনের পাশাপাশি আরও চারজন প্রতিজন ৫০ হাজার দিরহাম জিতেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের শিহাব উমাইর ও সিদ্দিক পাম্বলাথ, আবুধাবিতে থাকা বাংলাদেশি প্রবাসী আলী হোসেন আলী এবং পাকিস্তানি প্রবাসী আদেল মোহাম্মদ।
এছাড়া ‘স্পিন দ্য হুইল’ প্রতিযোগিতায় চারজন জয়ী হন। কাতারে থাকা প্রবাসী রিয়াসের হয়ে তার বন্ধু আশিক মোত্তম ১ লাখ ৫০ হাজার দিরহাম জেতেন। ভারতীয় নারী সুসান রবার্ট জিতেছেন ১ লাখ ১০ হাজার দিরহাম। আবুধাবির প্রবাসী আলিমউদ্দিন সোনজা জিতেছেন ৮৫ হাজার দিরহাম, আর বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদ আল-আইনে থেকে জিতে নিয়েছেন পুরস্কার।

এছাড়া শারজাহতে থাকা আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী একই ড্রতে একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জেতেন।
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ নভেম্বরের ড্রতে থাকবে আড়াই কোটি দিরহামের গ্র্যান্ড প্রাইজ। পাশাপাশি প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পাবেন ২৪ ক্যারেট সোনার ২৫০ গ্রাম বার।