আনন্দমোহন কলেজে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে মাস্টার্স কোর্স চালু

দীর্ঘদিনের স্বপ্ন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের পর শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর দোয়া মাহফিল ও শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের মিষ্টিমুখ করান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ।
শোভাযাত্রায় অধ্যক্ষ আমান উল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর নুরুল আফছার, মাস্টার্স কোর্স চালুবিষয়ক আহ্বায়ক কমিটির আহ্বায়ক আতিকুর রহমান, দুই বিভাগের বিভাগীয় প্রধানরাসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় সবাইকে ধন্যবাদ জানান অধ্যক্ষ আমান উল্লাহ।
এ সময় আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আফসার, অধ্যাপক খান সাদী হাসান, সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, রশিদ আহমেদ তালুকদার, মো. রেজাউল করিম, মো. আসাদুজ্জামান, নুসরাত জাহান, শিক্ষার্থী আশিক রাব্বি প্রমুখ।