বরিশালে ডিপ্লোমা নার্সদের ওপর হামলা, আহত ৪

বরিশালে ডিপ্লোমা নার্সদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলনের সময় হামলার শিকার হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে নার্সিং ইনস্টিটিউটের গেটে এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন ডিপ্লোমা নার্স আহত হন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনকারীরা জানান, ডিপ্লোমা ডিগ্রিকে বিএসসি নার্সিংয়ের সমমানে স্বীকৃতি এবং চাকরিতে অগ্রাধিকার চেয়ে তারা আন্দোলন করে আসছেন। এই দাবিতে আজ থেকে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউনে’ যান তারা।
বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষক এসে তালা খুলে দিতে বলেন এবং না খুললে পুলিশ ডাকার হুমকি দেন। এর কিছুক্ষণ পরই লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে একদল বিএসসি নার্স আন্দোলনরতদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
হামলায় গুরুতর আহত হন লিমা রায়, রুহুল আমিন ও পায়েল হালদারসহ চারজন। পরে আন্দোলনকারীরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার প্রতিবাদে ডিপ্লোমা নার্সরা ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেন। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পর কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হামলার খবর পেয়ে আমরা ক্যাম্পাসে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। আশা করছি দ্রুত সমাধান হবে।