জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে জাবিতে প্রতিবাদী সমাবেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪ জুলাইয়ের ঘটনা এবং শিক্ষার্থীদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদে একটি স্মারক স্তম্ভ স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশে বক্তারা শেখ হাসিনা সরকারের সময়ের কিছু ঘটনার সমালোচনা করে শিক্ষার্থীদের ওপর অত্যাচারের কথা তুলে ধরেন।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪ জুলাই একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, যেদিন শিক্ষার্থীরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) মুখোমুখি হয়। অভিযোগ ওঠে, রবীন্দ্রনাথ ঠাকুর হলে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছিল, তাদের ব্যক্তিগত জিনিসপত্র (ফোন, ল্যাপটপ) জব্দ করা হয়েছিল এবং তাদেরকে ‘শিবির’ ট্যাগ দেওয়া হয়েছিল।
শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়, বিশেষ করে যখন তারা জানতে পারে যে কয়েকজন শিক্ষার্থীকে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দেওয়ার জন্য অত্যাচার করা হয়েছে। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ দাবি করে ঘটনার সত্যতা জানতে চেয়েছিল।
বক্তারা রাজনৈতিক বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং নিজেদের চরিত্র সংস্কার ও আত্মশুদ্ধির ওপর জোর দেন। তারা সরকারকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার এবং পুলিশকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। ৭১ ও ৯০ এর গণআন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, তখন রাজনৈতিক বিভাজন ছিল না।
বিস্তারিত ভিডিওতে.....

এনটিভি অনলাইন ডেস্ক