জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেইউসিসি) ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মার্কেটিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ইন্তেখাব ফারদিন তুর্য ও সাধারণ সম্পাদক পদে একই ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় জহির রায়হান অডিটরিয়ামের সেমিনার কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক মাহাদি হাসান ও সদ্য সাবেক কমিটির সদস্যদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
৩৪ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্য সদস্যরা হলেন মো. আমিনুল ইসলাম সহ-সভাপতি (প্রশাসন), মো. সাহার শীতল সহ-সভাপতি (অপারেশনস), আব্দুল্লাহ তাহমিদ তাশিন সহকারী সাধারণ সম্পাদক, শাফিন আল হাসান অর্থ সম্পাদক, মো. মুসাদ্দিক হোসেন সাংগঠনিক সম্পাদক, রাফিয়া আফরোজ রাকা সাংগঠনিক সম্পাদক, সাদিয়া স্বর্ণা সাংগঠনিক সম্পাদক, সায়েদা সামিয়া আশরাফ ঐশী যোগাযোগ সম্পাদক, আফিয়া আনজুম প্রভা প্রকাশনা সম্পাদক, অর্পণ সমাদ্দার করপোরেট বিষয়ক সম্পাদক (বহিঃসম্পর্ক), সাদাত নূর করপোরেট বিষয়ক সম্পাদক (অভ্যন্তরীণ), মো. আতিফ হোসেন ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক, ইর্তিজা ইমরোজ মানবসম্পদ সম্পাদক (ট্যালেন্ট আকুইজিশন), এ এস এম মাশরুর রাইহান সাকিব মানবসম্পদ সম্পাদক (জনসম্পৃক্ততা), নাজমুস সালেহীন নাঈম তথ্যপ্রযুক্তি সম্পাদক (টেকনিক্যাল), মালিহা নূর মেধা তথ্যপ্রযুক্তি সম্পাদক (সৃজনশীল), মুবাশশিরা মাহবুব লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক (প্রশিক্ষণ) এবং আবু শামা জুমায়েল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক (গবেষণা ও পরিকল্পনা)। নির্বাহী সদস্যরা হলেন নায়েলা বিনতে আজাদ, জারিন হাসান প্রিয়া, তাশফিয়া রশিদ, মাহজাবিন আফরোজ মিশু ও মো. আবু বকর সিদ্দিক।
সদ্য মনোনীত সভাপতি ইন্তেখাব ফারদিন তূর্য বলেন, আমাদের ক্যারিয়ার ক্লাবের সূচনালগ্ন থেকে যে মটোটি ছিল ‘Build Thyself, Serve the Nation’ এটি কেন্দ্র করেই আমরা বলতে চাই, নিজেকে তৈরি করো এবং দেশ ও জাতিকে সেবা করো। আমাদের কমিটি সকল সদস্যদের নিয়ে এই মটোটি প্রতিষ্ঠিত করতে পারবো এবং বড় বড় ফ্ল্যাগশিপ ইভেন্ট নামাতে পারবো। সেই সাথে ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্য বড় কিছু করতে পারবো।
সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সাধারণ সম্পাদক হিসেবে লক্ষ্য থাকবে ক্লাবের সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। কীভাবে নিজেকে গড়ে তুলবো পরবর্তীতে এটি কীভাবে দেশ ও জাতির কাজে লাগবে সেই লক্ষ্যে কাজ করবো। পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে এবং চাকরির বাজারের জন্য যোগ্য হয়ে উঠবে।
উল্লেখ্য, এটি ক্লাবের দশম কমিটি। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একদল স্বপ্নচারী তরুণ-তরুণীর হাতে জন্ম নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।