নির্বাচনপূর্ব অনিয়ম রোধে ৩০০ অনুসন্ধান কমিটি গঠন
নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধে জাতীয় সংসদের ৩০০টি আসনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে ৩০০টি নির্বাচনি অনুসন্ধান কমিটি। এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি অপরাধ, নির্বাচনি আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত করে বা ব্যাহত করে, এমন নির্বাচনপূর্ব অনিয়ম সংক্রান্ত বিষয় অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে জাতীয় সংসদের ৩০০টি আসন অনুসারে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।’
প্রজ্ঞাপনে সংসদীয় আসন ও নির্বাচনি এলাকার নামসহ বিচার বিভাগীয় কর্মকর্তাদের নাম, পদবি ও কর্মস্থল উল্লেখ করে পূর্ণ তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি দেখতে ক্লিক করুন।