অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন

Looks like you've blocked notifications!
অভিনেত্রী শর্মিলী আহমেদ। ছবি : সংগৃহীত

প্রখ্যাত টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিনেত্রীর পারিবারিকসূত্রে নিশ্চিত হয়েছে এনটিভি অনলাইন।

বর্তমানে অভিনেত্রীর মরদেহ উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে রাখা হয়েছে। সেখানে তাঁর পারিবারিক সদস্যরা অবস্থান করছেন। 

শর্মিলী আহমেদ দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি সর্বশেষ ২৯ নম্বর কেমো দেওয়া হয়।

শর্মিলী আহমেদের ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন। অভিনয়কে পেশা হিসেবে শুরু করেন ১৯৬৪ সালে। তারও আগে ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘দম্পতি’তে কাজ করেছেন। 

১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকা পালন করেছিলেন। মূলত এরপর থেকে নাটক ও সিনেমায় শর্মিলী আহমেদ হয়ে ওঠেন তারকাদের অলিখিত মা। শর্মিলী আহমদের তানিমা নামের একজন মেয়ে আছেন। তাঁর ছোট বোন ওয়াহিদা মল্লিক জলিও থিয়েটার-টেলিভিশনে নিয়মিত অভিনয় করেন।