অস্কারের রিমাইন্ডার লিস্টে গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’

Looks like you've blocked notifications!
সিনেমাটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) রিমাইন্ডার লিস্টে জায়গা পেয়েছে নাট্যজন গাজী রাকায়েতের অভিনীত ও প্রথম নির্মিত ‘গোর’ বা ‘দ্য গ্রেভ’ সিনেমা।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিযোগিতার জন্য ২৭৬টি সিনেমার নাম ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশের এ সিনেমা অস্কারের সাধারণ বিভাগে ১৪টা ক্যাটাগরির জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পেল।

নির্মাতা গাজী রাকায়েতের ইংরেজি ভাষার ‘দ্য গ্রেভ’ সিনেমাটি এবার অস্কারে সাধারণ বিভাগে প্রতিযোগিতা করছে। প্রথম বারের মতো বাংলাদেশের কোনো সিনেমা এ বিভাগে প্রতিযোগিতা করছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা গাজী রাকায়েত।

গাজী রাকায়েত জানিয়েছেন, ভোটাভুটির মাধ্যমে রিমাইন্ডার লিস্টের ২৭৬টি সিনেমা থেকে প্রায় ১২০টি ছবি চূড়ান্ত মঞ্চে দেখা যাবে। সারা বিশ্বে অস্কারের ১০ হাজার ভোটার রয়েছেন। যারা সর্বাধিক ভোট পাবে, তারা পুরস্কারের জন্য মূল পর্বে অংশ নেবে।

সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমি হামিদ, সুষমা সরকার, দিলারা জামান, এস এম মহসিন, শামীম তুষ্টি ও কাজী আনিসুল হক বরুণ।

সরকারি অনুদানের এ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ২০২০ ডিসেম্বরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায় ‘গোর’ নামে।

চলতি বছরের ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে মোট ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কারগুলো।