অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় জনি ডেপের জয়

Looks like you've blocked notifications!
জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। ছবি : সংগৃহীত

পাঁচ বছর আগে বিয়ে ভাঙলেও ঝামেলা কমেনি। সেটা গড়িয়েছে আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের ওপর করা মানহানির মামলায় জিতলেন জনি ডেপ।

বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে গিয়ে জনি ডেপের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। অভিযোগ, জনি তাঁকে মারতেন, নেশা করে বাড়িতে ভাঙচুর করতেন ইত্যাদি।

তবে অভিযোগ উড়িয়ে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি ডেপ। সেই মামলার রায় এসেছে গতকাল বুধবার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, জনি ডেপকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে অ্যাম্বার হার্ডকে নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে, ডেপের বিরুদ্ধে করা তিন অভিযোগের মধ্যে একটিতে জয় পেয়েছেন অ্যাম্বার। সে কারণে আদালত অ্যাম্বারকে দুই মিলিয়ন মার্কিন ডলার দিতে নির্দেশ দিয়েছেন।

মামলার রায় পক্ষে যাওয়ার পর ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতি দিয়েছেন জনি ডেপ। লিখেছেন, ‘ছয় বছর আগে আমার জীবন, আমার বাচ্চাদের জীবন আমার কাছের মানুষগুলোর জীবন, সঙ্গে যাঁরা এত বছর ধরে আমার পাশে থেকেছেন তাঁদের জীবন হঠাৎ করে বদলে যায়। মিথ্যে, খুব গুরুতর ও অপরাধমূলক অভিযোগ আমার ওপর তোলে মিডিয়া। যা থেকে ঘৃণা ছড়ায়, যদিও কার্যত কোনও প্রমাণ ছিল না। কিন্তু চোখের পলকে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে ও সরাসরি প্রভাব ফেলে আমার কাজে, ক্যারিয়ারে। ছয় বছর পর জুরি আমার সম্মান ফিরিয়ে দিলেন। আমি কৃতজ্ঞ।’

অন্যদিকে, আদালতের রায়ে হতাশা ব্যক্ত করে ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতি দিয়েছেন অ্যাম্বার হার্ড। বলেছেন, গৃহনির্যাতনের শিকার নারীদের জন্য এটি মোটেই সুখকর নয়।

২০১৫ সালে জনি ডেপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যাম্বার হার্ড। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ১৫ মাসের বিবাহিত জীবন ছিল তাঁদের।