আগামীকাল ওটিটি’তে দেখা যাবে পরমব্রতের ‘সাবাশ ফেলুদা’

Looks like you've blocked notifications!
ছবি : পরমব্রত চট্টোপাধ্যাযয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া

পরমব্রত চট্টোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্রের সফল অভিনেতা এবং পরিচালক। বাংলা টেলিফিল্ম ও চলচ্চিত্র, প্রায় সবজায়গাতেই আপন প্রতিভার সাক্ষর রেখেছেন এই অভিনেতা। বিদ্যা বালানের বিপরীতে কাহানি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে একজন বিখ্যাত অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

সৌমিত্র, সব্যসাচী, আবিরের পর এবার শুক্রবার (৫ মে) নতুন করে জি-ফাইভ ওয়েব সিরিজে ফেলুদা হয়ে আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। 

ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়ে অভিনেতা লেখেন,‘ আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই আসছে বাঙালির সব থেকে পছন্দের গোয়েন্দা ফেলুদা! ‘সাবাশ ফেলুদা’-র ট্রেইলার এসে গেছে, আগামী ৫ মে ওয়েব সিরিজে আসছে শুধুমাত্র জি-ফাইভে’

‘গ্যাংটকে গণ্ডগোল’ অবলম্বনে তৈরি ‘সাবাশ ফেলুদা’ ওয়েব সিরিজ। এবার আর অরিন্দম আর আবীর চট্টোপাধ্যায় জুটি নন। পরিচালক বেছে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়কে। অরিন্দম শীলের পরিচালনায় ছবিতে প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত। তোপসের চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়।

কী রয়েছে এই ছায়ামূর্তির আড়ালে? আসল অপরাধী কে? এসবের উত্তর মিলবে‘সাবাশ ফেলুদা’ সিরিজে।