আরিফিন শুভ-বিন্দুর ‘উনিশ২০’ : ফান, গান, প্রেমের সিনেমা

Looks like you've blocked notifications!
সিনেমাটির দৃশ্যে শুভ ও বিন্দু। ছবি : সংগৃহীত

দর্শকদের মধ্যে অন্যরমকের এক চঞ্চলতা তৈরি করেছিল যে খবর সেটি হচ্ছে, দীর্ঘ বিরতির পর রোমান্টিক সিনেমায় কাজ করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমায় তাঁর নায়িকা আফসান আরা বিন্দু। 

বর্তমানে এই সিনেমাটির চিত্রধারণ চলছে ঢাকার বিভিন্ন স্থানে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় সিনেমাটির নাম ‘উনিশ২০’। আগামী বছর ভালোবাসা দিবসে চরকিতে মুক্তি পাবে সিনেমাটি। 

এই কাজ প্রঙ্গে আরিফিন শুভ জানিয়েছেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করেছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে।’

সিনেমাটির দৃশ্যে শুভ ও বিন্দু। ছবি : সংগৃহীত

অনেকদিন পর কাজে ফিরছেন আফসান আরা বিন্দু। কাজটি নিয়ে বিন্দু নিজেও ভীষণ রোমাঞ্চিত তিনি। বিন্দু কাজটি নিয়ে বলেন, ‘৮ বছর ক্যামেরার সামনে নিজেকে সদ্যজাত শিল্পী মনে হচ্ছে। তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে শ্যুটের প্রথমদিন থেকেই যে ভালোবাসা-সম্মান পাচ্ছি তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো তাদেরকে আবার দেখে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপাতত আমি পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি। বাকি কথা ওয়েবফিল্ম মুক্তির পরে বলতে পারবো।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা ফান, গান, প্রেমের সিনেমা। ফিলগুড লাভ স্টোরি বা ফিলগুড রোমান্স জনরার হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।’