আরিয়ানের অস্পষ্ট প্রেম ও বন্ধুত্বের গল্পে নিশো-তিশা

Looks like you've blocked notifications!
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও নাটকটির দৃশ্য। ছবি : সংগৃহীত

বিশেষ আয়োজনে চমক দেখাতে পছন্দ করেন জনপ্রিয় নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। যদিও সংখ্যার বিচারে এবার ঈদে সেই চমকে খানিক টান পড়েছে। কারণ, লকডাউনের নিয়ম মেনে নির্ধারিত ঈদের শুটিং স্থগিত রেখেছেন এই নির্মাতা। তবে গল্প বলার চমক থাকছে এবারও।

ঈদে আসছে আরিয়ানের বিশেষ নাটক ‘তাকে ভালোবাসা বলে’।  নাটকের প্রধান দুই পাত্র-পাত্রী আফরান নিশো ও তানজিন তিশা।

নাটকের দৃশ্যে আফরান নিশো ও তানজিন তিশা। ছবি : সংগৃহীত

আরিয়ান জানান, এটি মূলত দুজন মানুষের একটা মজার জার্নি। যেখানে শুধু প্রেম রয়েছে, তা নয়। তার চেয়ে বেশি রয়েছে বন্ধুত্ব।

আরিয়ান বলেন, ‘এটাকে রোমান্টিক গল্প বলা ঠিক হবে না। একেবারে অপরিচিত দুজন মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় ও বন্ধুত্বের গল্প। এর মধ্যে প্রেম নামের অস্পষ্ট একটা বিষয় তৈরি হয়, যা অনুভব করতে হলে নাটকটি দেখতে হবে।’ 

‘তাকে ভালোবাসা বলে’ গল্পটি লিখেছেন জোবায়েদ আহসান। এটি সিএমভির ইউটিউবে উন্মুক্ত হবে ঈদ আয়োজনে।