ইশতিয়াকের ‘কিশোর গ্যাং’ আসছে

Looks like you've blocked notifications!
নির্মাতা ইশতিয়াক আহমেদ ও ওয়েব ফিল্মটির দৃশ্য। ছবি : সংগৃহীত

আলোচিত কিশোরদের গ্যাং কালচার নিয়ে ‘কিশোর গ্যাং’ শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।

ওয়েব ফিল্মটির গল্পে দেখা যাবে, কয়েকজন কিশোর ও কৈশোরোত্তীর্ণ তরুণের বখে যাওয়া, গ্যাং কালচারে মিশে যাওয়ার কারণে তাদের পরিবার ও পারিপার্শ্বিক জায়গাগুলোতে পরিবর্তন আর বেদনার গল্প। ওয়েব ফিল্মটি চিত্রায়ন করা হয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে। 

এতে অভিনয় করেছেন–কারার মাহমুদ, রুকাইয়া জাহান চমক, সাব্বির অর্ণব, ফয়সাল দ্বীপ, ইব্রাহিম এহসান অনন্য, মাসুম রেজওয়ান, শোয়েব মনির, রকি খান, জয়িতা প্রিয়ন্তি, শশী আফরোজসহ প্রায় অর্ধশতাধিক অভিনয় শিল্পী।

‘কিশোর গ্যাং’ ফিল্মের প্রযোজক সজল বিশ্বাস বলেন, ‘আমি দেশে না থাকলেও দেশ আমাকে সবসময়ই টেনে রাখে। দেশের যেকোনো ভালো কিছু আমাকে আনন্দ দেয়, বেদনাও সমানভাবে স্পর্শ করে যায়। সাম্প্রতিক সময় কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তেমনই একটি। তাই, আমি বাণিজ্যিক ভাবনার বাইরে গিয়ে একটা কিছু করতে চেয়েছি। একজনও যদি এ গল্প দেখে উপকৃত হয়, সচেতন হয় সেটাই আমাদের পাওয়া হবে।’

ওয়েব ফিল্মটি অক্টোবরে মুক্তি পেয়েছে ইরোস নাউতে। আজ (৩ জানুয়ারি) বিকেল ৩টায় মুক্তি পাবে ড্রিম ক্যান্টিনের ইউটিউব চ্যানেলে।