ঈদে জাহিদ আকবরের কথায় রুমির ভালোবাসার গান

Looks like you've blocked notifications!
গীতিকার জাহিদ আকবর এবং গায়ক আরফিন রুমি ও পূজা। ছবি : সংগৃহীত

গীতিকার জাহিদ আকবরের কথায় গায়ক আরফিন রুমির বেশির ভাগ গান জনপ্রিয়তা পেয়েছে। সেই তালিকায় আছে ‘প্রিয়তমা’, ‘ভেজা ভেজা হাওয়াতে’, ‘কিছু কথা আকাশে পাঠাও’, ‘কী যে শূন্য শূন্য লাগে’ ও ‘মন রাখো পাঁজরে’।

এবারের ঈদুল আজহায় সিডি চয়েজের ব্যানারে আসছে এই জুটির গভীর ভালোবাসার গান। শিরোনাম ‘সাত জনমের ভালোবাসা’। সাত বছর পর এই গানের মাধ্যমে রুমির সঙ্গে কণ্ঠ দিচ্ছেন বাঁধন সরকার পূজা। গানটির ভিডিও নির্মাণ হয়েছে এরই মধ্যে।

গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘আমার ভক্তদের অপেক্ষার পালা শেষ হবে। দারুণ রোমান্টিক একটা সুর ও সংগীত হয়েছে। জাহিদ আকবর ভাই ও আমার গানের আলাদা একটা শ্রোতাপ্রিয়তা আছে। অনেক দিন পর জাহিদ ভাইয়ের গান কণ্ঠে তুললাম, সঙ্গী হয়েছেন পূজা; তাঁর সঙ্গেও আমার অনেক হিট গান আছে। সব মিলিয়ে এবারের কাজটি আমার শ্রোতাদের জন্য দারুণ কিছু হবে।’

গীতিকার জাহিদ আকবর। ছবি : সংগৃহীত

গীতিকার জাহিদ আকবর জানালেন, ‘এটা গভীর ভালোবাসার গান। গানের কথায় ভালোবাসা ছুঁয়ে আছে। আরফিন রুমির সঙ্গে আমার প্রেমের গানের রসায়ন বরাবরই সুন্দর। রুমির সঙ্গে আমার লেখা গান শুনতে প্রতিনিয়ত অনুরোধ করেন অনেকে। এবার দ্বৈতকণ্ঠের গানে যোগ হয়েছেন বাঁধন সরকার পূজা। তাঁরা গানের জুটি হিসেবে শ্রোতাপ্রিয় বেশকিছু গান আগেই উপহার দিয়েছেন। ঈদে অনেক গানের ভিড়ে এই গানটা আলাদা করে শ্রোতারা পছন্দ করবেন।’

পূজা বলেন, ‘রুমি ভাই আমার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন। মাঝখানে তিনি গান থেকে একটু আড়ালে ছিলেন। গানে ফিরেই আমাকে সঙ্গী করেছেন। তাঁর কাছে কৃতজ্ঞ।’