এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

Looks like you've blocked notifications!
৩ জুলাই ২০ বছরে পদার্পণ করবে এনটিভি। ছবি : এনটিভি অনলাইন

গণমাধ্যম দুনিয়ায় ২০০৩ সালের ৩ জুলাই পদার্পণ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করছে তরুণপ্রাণ প্রতিষ্ঠানটি।

১৯ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।

১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি। আজ শনিবার রাত সাড়ে ১১টায় আয়োজন হবে গানের অনুষ্ঠান—এ লগন গান শোনাবার : ১৯ পেরিয়ে ২০। গান গাইবেন শিল্পী অবন্তী সিঁথি। উপস্থাপনা করবেন আফরিন অথৈ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী।

৩ জুলাই রোববার সকাল ০৬টা ৫৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান—স্মৃতির ওপারে। উপস্থাপনা করবেন লাবণ্য। শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস, হৈমন্তী রক্ষিত, লিজা, রাশেদ ও টুটুল।

সকাল ০৮টা ২০ মিনিটে প্রচার হবে স্বাস্থ্য প্রতিদিনের বিশেষ পর্ব। ০৮টা ৪৫ মিনিটে বিশেষ বাংলা ছায়াছবি—এক বুক জ্বালা। পরিচালনা করেছেন শাহীন সুমন। অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী, ফেরদৌস, শুভেচ্ছা, ববিতা, আলীরাজ, নূতন, আহমেদ শরীফ, সুব্রত, মিশা সওদাগর প্রমুখ।

দুপুর ১২টা ২০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান—কিংবদন্তীর গান (সংকলিত। হাসান ইউসুফ খান)। দুপুর ১টায় একক নাটক : কণা। রচনা করেছেন অনামিকা মণ্ডল। পচিালনা করেছেন মেহেদী হাসান জনি। অভিনয়ে রয়েছেন মিশু সাব্বির, সারিকা সাবাহ, আফরোজা মিমি, শাহেদ আলী সুজন, শিরিন আলম প্রমুখ।

দুপুর ০২টা ৩৫ মিনিটে বিশেষ আলেখ্যানুষ্ঠান—১৯ পেরিয়ে ২০ : এনটিভি ফ্যামলি ডে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান ও ওয়াহিদা রাজ্জাক মিশা।

বিকেল ০৪টা ২০ মিনিটে রয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান—জন্মদিনে নৃত্যের ছন্দে (সংকলিত। মো. রফিকুল ইসলাম)।

রাত ০৯টা ৩০ মিনিটে বিশেষ একক নাটক—দক্ষিণের জানালা। রচনা করেছেন জহির করিম। পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। অভিনয় করেছেন জাহের আলভী, নিশাত প্রিয়ম, রোজী সিদ্দিকী, আজম খান, রেশমী, তাবাসসুম মিথিলা, আনিক প্রমুখ।

রাত ১১টা ২০ মিনিটে আলোচনা অনুষ্ঠান—এনটিভি ও আজকের গণমাধ্যম। প্রযোজনা করেছেন আহসানুল হক পলাশ। আলোচক থাকবেন জহিরুল আলম, রঞ্জন দত্ত, তানভীর খান, খোরশেদ আলম ও বায়েজিদ মিল্কী।