এবার ভালোবাসা দিবসে ৩ দ্বিধাহীন কাছে আসার গল্প

Looks like you've blocked notifications!
বিজ্ঞাপনটির দৃশ্য। ছবি : সংগৃহীত

প্রতি বছর ভালোবাসা দিবসে দর্শকের পাঠানো গল্পে নাটক নির্মাণ করে ‘ক্লোজআপ’। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘দ্বিধাহীন কাছে আসার গল্প’ শিরোনামে এবারও গল্প আহ্বান করেছে প্রতিষ্ঠানটি, যা শেষ হচ্ছে ৩১ জানুয়ারি।

সেরা তিন গল্পে এ বছর নির্মিত হবে স্বল্পদৈর্ঘ্য। সম্প্রতি সেজন্য প্রমোশনাল বিজ্ঞাপন নির্মিত হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তরুণ বিজ্ঞাপন নির্মাতা ইফতেখার আহমেদ ওশিন।

বান্দরবানের বিভিন্ন দুর্গম লোকেশনে টানা দুদিন শুটিং হয়েছে বিজ্ঞাপনটির। এতে সায়মা ইসলাম ও নকুল চাকমার দ্বিধা ভেঙে কাছে আসার গল্প তুলে ধরা হয়েছে। সায়মা ইসলামের চরিত্রে আছেন নিদ্রা দে নেহা এবং নকুল চাকমার চরিত্রে বিউটি পারাম।

কাজটি প্রসঙ্গে নির্মাতা ওশিন বলেন, ‘ভালোবাসার কাছে ধর্ম, জাত, সমাজ, পরিবার হার মানতে বাধ্য। উঁচু পাহাড়ের মত বাঁধা পেরিয়ে ভালোবাসা খুঁজে নেয় পূর্ণতা। আর তেমনই এক দ্বিধার বাঁধা পেরিয়ে সায়মার ভালোবাসা পূর্ণতা পায় নকুল চাকমার কাছে। আলাদা ধর্ম, আলাদা জাতিস্বত্বার কারণে তাদের বিচ্ছেদ হলেও তা ঘুচিয়ে সায়মা ফিরে যায় নকুলের কাছে।’