এসএসসি ২০০৪ স্টারস ডে কনসার্টে গাইলেন জেমস

Looks like you've blocked notifications!
গাজীপুরে শুক্রবার এসএসসি ২০০৪ স্টারস ডে কনসার্টে জেমস। ছবি : এনটিভি

তুমুল শ্রোতাপ্রিয় ব্যান্ডতারকা মাহফুজ আনাম জেমস। তার গান মানেই সব শ্রেণির সংগীতপ্রেমীদের মনে উন্মাদনা। সে হোক অডিও বা সিনেমায়। কনসার্টগুলোতেও জেমসের গানের আবেদন অন্যরকম। তারুণ্যের উচ্ছ্বাসকে হাওয়ার স্রোতে ভাসিয়ে রাখেন তিনি। তাই জেমসের কনসার্ট নিয়ে তার ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। জেমসের তুলনা শুধু জেমস নিজেই।

গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জেমস গাজীপুর জেলার পূর্বাচলে অবস্থিত কার্ল রিসোর্টে গানে গানে ভক্ত-অনুরাগীদের মাতিয়ে রাখেন। তার সঙ্গে আরও গান পরিবেশন করবেন জাকিয়া সুলতানা কর্নিয়া। সন্ধ্যায় শুরু হয়ে কনসার্টটিতে মধ্যরাত পর্যন্ত জেমস তার জনপ্রিয় অনেক গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।

২০০৪ সালের এসএসসি ব্যাচ আয়োজিত ‘এসএসসি ২০০৪ স্টারস ডে’ শিরোনামের কনসার্টটিতে বিশেষ আকর্ষণ হিসেবে আরও উপস্থিত ছিলেন ক্রিকেটার রুবেল হোসেন ও অভিনেতা রাশেদ সীমান্ত। অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে আইটি সাপোর্ট এর জন্য সম্মাননা স্মারক দেওয়া হয় দেওয়ান আইসিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মো. জুলহাসকে।

এ আয়োজন নিয়ে রাশেদ সীমান্ত বলেন, ‘ভরপুর আনন্দে মেতেছি আমরা ২০০৪ এসএসসি ব্যাচের বন্ধুরা। বহুদিন পর অনেক পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। আড্ডা হয়েছে। আর জেমসের গান তো আমাদের মাতিয়ে রেখেছে।’