কঠিন সময়ে শাহরুখ খানের পাশে রাহুল গান্ধী
মাদককাণ্ডে আরিয়ান খান জেলে থাকাকালে চলচ্চিত্র ও রাজনীতি-সংশ্লিষ্ট বন্ধুদের সমর্থন পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁদের একজন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
টাইমস অব ইন্ডিয়ার খবর, কঠিন সময়ে শাহরুখ ও গৌরী খানকে সমর্থন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সহমর্মিতা প্রকাশ করে শাহরুখের উদ্দেশে রাহুল লেখেন, ‘সত্যকে বেশি দিন জিম্মি করে রাখা যায় না।’ এ বিশিষ্ট রাজনীতিক যুক্ত করেন, ‘কোনও সন্তানেরই এমনটা প্রাপ্য নয়।’
রাহুল গান্ধী আরও লেখেন, ‘আপনি মানুষের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি নিশ্চিত, তাঁদের আশীর্বাদ ও শুভ কামনা আপনার সাথে রয়েছে।’
খবরে প্রকাশ, ওই চিঠি লেখা হয় ১৪ অক্টোবর। যা হোক, এ বিষয়ে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার মন্তব্য চাইলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘যদি এমন কোনও চিঠি দেওয়াও হয়, তা জনসমক্ষে আনা যাবে না।’
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গত ২ অক্টোবর আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এর পর গ্রেপ্তার, রিমান্ড শেষে কারাভোগ। ২৮ দিন পর ৩০ অক্টোবর বাড়ি ফেরেন এ স্টার কিড। ৩০ অক্টোবর আরিয়ানকে জামিন দেন বোম্বে হাইকোর্ট।
মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।
মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে গত ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আটজনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।