কপালে চন্দন পরিয়ে ঐন্দ্রিলাকে বিদায় জানালেন প্রেমিক সব্যসাচী

কুড়ির গণ্ডি পেরিয়ে ঐন্দ্রিলা ২৪-এ, অথচ এই অল্প জীবনযুদ্ধে কী ভীষণ লড়াই না করে গেলেন। দুই বার ক্যানসারকে হারিয়ে দিলেও এবার আর লড়াইটা জেতা হলো না।
ঐন্দ্রিলার এই যুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত যিনি পাশে ছিলেন, তিনি প্রেমিক সব্যসাচী। শেষ শ্রদ্ধার দিনেও পাশে ছিলেন তিনি। সব্যসাচীর ভালোবাসা ও বিরহে কাতর হাজারও ভক্ত।
গতকাল (২০ নভেম্বর) ভারতীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর থেকে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এদিন প্রথমে তাঁর ব্রেইন স্ট্রোক হয়।
হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, সব্যসাচী প্রেমিকাকে শেষ বিদায়ও জানিয়েছেন খুব যত্ন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনি ঐন্দ্রিলার পা নিয়ে নিজের কপালে ঠেকাচ্ছেন। তাতে চুমু খাচ্ছেন। এরপর মাথার কাছে বসে খুব যত্ন নিয়ে চন্দন পরিয়ে দিচ্ছেন কপালে, যা দেখে চোখের জল আটকাতে পারেননি অনেকেই। সব্যসাচী-ঐন্দ্রিলাকে যে এভাবেও দেখতে হবে, তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেনি।
এই জুটির রূপকথার গল্প আনন্দবাজার পত্রিকা বলছে এভাবে, সূচনা ২০১৭ সালে। ঐন্দ্রিলার প্রথম ধারাবাহিক ‘ঝুমুর’ এর সেটে প্রথম দেখা। তবে সেই দেখাতেই যে তাঁরা একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন, তা নয়। ধীরে ধীরে ফোনে কথাবার্তা শুরু তারপর ভালোবাসা। সব্যসাচীকে পাশে রেখেই এই ঐন্দ্রিলা দ্বিতীয়বার ক্যানসার জয় করেছেন। এবারের ১৯ দিনের লড়াইয়েও ছিলেন খুব পাশে।
‘ঝুমুর’ নামক একটি সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন ঐন্দ্রিলা। এই সিরিয়ালেই তাঁর বিপরীতে দেখা গিয়েছিল সব্যসাচী চৌধুরীকে।
ঐন্দ্রিলাকে একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে, এর মধ্যে অন্যতম হল ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ ইত্যাদি। এছাড়া তিনি ওটিটি প্ল্যাটফর্মেও বেশ কিছু কাজ করেছেন, যার মধ্যে আছে ‘ভাগাড়’, ‘পাঁচফোড়ন ২’ ইত্যাদি।