কলকাতায় গাইতে এসে বলিউড গায়ক কেকের মৃত্যু

Looks like you've blocked notifications!
জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

টাইমস অব ইন্ডিয়া, জি ২৪ ঘণ্টা, আনন্দবাজারসহ একাধিক ভারতীয় গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার নজরুল মঞ্চে একটি কনসার্টে পারফর্ম করতে সোমবার মুম্বাই থেকে নিজের দল নিয়ে কলকাতায় আসেন কেকে।

মঙ্গলবার রাতে নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন গায়ক। তাঁকে রাত সাড়ে ১০টার দিকে কলকাতার মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে (সিএমআরআই) নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

কেকে হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন।

তাঁর গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘কেয়া মুঝে পেয়ার হ্যায়’ (কেকে), ‘তুঝে সোচতা হু’ (জান্নাত টু), ‘দিল কিউ ইয়ে মেরা শোর কারে’ এবং ‘জিন্দেগি দো পাল কি’ (কাইটস), ‘মুঝকো পেহচানলো’ (ডন টু), ‘তুনে মারি এন্ট্রিয়া’ (গুন্ডে), ‘পার্টি অন মাই মাইন্ড’ (রেস টু), ‘আভি আভি’ (জিসম টু), ‘মাত আজমা রে’ (মার্ডার থ্রি), ‘পিয়া আয়ে না’ (আশিকি টু), ‘জাবিদা হ্যায়’ (১৯২০: এভিল রিটার্নস), ‘লাপাতা’ (এক থা টাইগার), ‘খাবো খাবো’ (ফোর্স), ‘হ্যায় জুনুন’ (নিউইয়র্ক), ‘হা ম্যায় জিতনি মারতাবা’ (অল দ্য বেস্ট) ইত্যাদি।