কলকাতায় প্রথম সিনেমাতেই নজর কেড়েছেন মোশাররফ করিম
কলকাতা শহর ছেয়ে গেছে বাংলাদেশের মোশাররফ করিমের ছবিতে। স্বশরীরে কলকাতা না গেলেও প্রযুক্তির কল্যাণে সেসব ছবি দেখা যাচ্ছে অন্তর্জালে। ভিনদেশি শহরে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতার এমন আধিপত্যের কারণ, আজ শুক্রবার মোশাররফ করিমের প্রথম কলকাতার সিনেমা ‘ডিকশনারি’ মুক্তি পাচ্ছে।
মুক্তির দিনই কলকাতার সবচেয়ে জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, সিনেমাটিতে নজর কেড়েছেন মোশাররফ করিম। দৈনিকটিতে প্রকাশিত ‘ডিকশনারি’ সিনেমার রিভিউতে মোশাররফ করিম প্রসঙ্গে বলা হয়েছে, নজর কেড়েছেন মকর ক্রান্তির ভূমিকায় মোশাররফ করিম। কলোনিয়াল (এবং ক্লাবের নিত্যদিনের মদ্যপানের) হ্যাংওভার কাটিয়ে উঠতে না পারা মকরের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর মধ্যবিত্ত বাসনা ও ইংরেজি ভাষা বেগতিক হয়েও তা রপ্ত করার আপ্রাণ চেষ্টা কখনো হাসির উদ্রেক করে, কখনো করুণার—সবটাই মোশারফ ব্যক্ত করেছেন সমান দক্ষতায়।
‘ডিকশনারি’ সিনেমার শুটিংয়ের জন্য গেল বছরের ৭ মার্চ কলকাতায় যান মোশাররফ করিম। শুটিং শেষ করে ১৬ মার্চ আবার ঢাকায় ফেরেন। এরপর গত বছরের ডিসেম্বরের শুরুতে সিনেমাটির ডাবিংয়ে অংশ নিতে আবার কলকাতা যান এই অভিনেতা। বর্তমানে সিনেমাটির প্রচারে কলকাতায় অবস্থান করছেন এই তারকা। গতকাল সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, কলকাতার নামী পরিচালক সৃজিত মুখার্জিসহ ওপার বাংলার তারকারা।
বিশিষ্ট নাট্যকার ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ সিনেমায় বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন কোলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় আছেন আবির চ্যাটার্জি, ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু ও চিত্রনায়িকা নুসরাত জাহান। এ ছাড়া রয়েছেন অর্ণা মুখোপাধ্যায়, ফাল্গুনী চ্যাটার্জি, মধুরিমা বসাক, সাগ্নিক চৌধুরী প্রমুখ।
কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। গল্পে মোশাররফ করিমকে এক নব্য ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে, যাঁর শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে তিনি ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছেন। সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন।