‘কাবাডি’র পরিচালক বলছেন, যারা দেখেছেন প্রশংসা করছেন

Looks like you've blocked notifications!
ওয়েব সিরিজটির দৃশ্য। ছবি : সংগৃহীত

ডার্ক কমেডি ওয়েব সিরিজ ‘কাবাডি’ গেল সপ্তাহে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মে। রুবায়েত মাহমুদ তাঁর প্রথম ওয়েব সিরিজে দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন ঢাকাই সিনেমার দুই দাপুটে খল অভিনেতা ডিপজল ও মিশা সওদাগরকে।

মুক্তির পর সিরিজটি নিয়ে চলছে দারুণ আলোচনা। দর্শকরা বলছে, দেশে এর আগে এমন ধরনের ডার্ক কমেডি হয়নি।

রুবায়েত মাহমুদ বলেছেন, ‘অনেক ভালো সাড়া পাচ্ছি। একটাও নেগেটিভ মন্তব্য পাই নি, যা পাচ্ছি সব পজেটিভ। সবাই জানাচ্ছেন, কাজটি তাদের ভালো লেগেছে। এরকম ডার্ক কমেডি আগে হয়নি।অনেক নির্মাতা-শিল্পীরা ফোনে আমাকে কাজটির জন্য অভিনন্দন জানিয়েছেন। সবার কাছে কাজটি ভালো লেগেছে এটাই প্রাপ্তি।’

ওয়েব সিরিজটির শুটের সময়। ছবি : সংগৃহীত

কোয়াইট অন সেট এর প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্ট এর নির্বাহি প্রযোজক সেতু মাহমুদের তত্বাবধানে নির্মিত এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান।

ওয়েব সিরিজটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। এছাড়া আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।