গল্পের প্রেমে পড়ে বাংলাদেশি পরিচালকের সিনেমায় জিৎ
বাংলাদেশের ছোট পর্দার নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় কাজ করতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় তারকা জিৎ। এটি এ পরিচালকের প্রথম সিনেমা।
এত দিন গুঞ্জন থাকলেও এবার এসেছে ঘোষণা। নিজের জন্মদিনে ‘মানুষ’ শিরোনামের এই সিনেমার ঘোষণা দিয়েছে নায়কের নিজস্ব প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।
ডিসেম্বর থেকে সিনেমাটির শুট শুরু হতে যাচ্ছে। সিনেমাটিতে জিৎ ছাড়াও কাজ করছেন রিতু কমল। নায়িকা এখনও চূড়ান্ত হয়নি।
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে নির্মাতা সঞ্জয় সমদ্দার জানিয়েছেন, সিনেমাটি পরিস্থিতির কারণে মানুষের বদলে যাওয়ার গল্প। জিৎ গল্পের প্রেমে পড়ে কাজটি করছেন।