বাবা হচ্ছেন রণদীপ
বলিউডে আবার খুশির খবর। মা-বাবা হতে চলেছেন রণদীপ হুদা ও লিন লাইশরম। আজ শনিবার (২৯ নভেম্বর) দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই সোশ্যাল মিডিয়ায় এ সুখবর দিলেন এই দম্পতি। ২০২৩ সালের নভেম্বর মাসে মণিপুরীকন্যা লিনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ।
শনিবার সামাজিকমাধ্যমে স্বপ্নের মতো একটি ছবি পোস্ট করেছেন এই দম্পতি। যেখানে দেখা যায় তারা বনফায়ারের পাশে বসে আছেন, বেইজ পোশাক পরেছেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। ক্যাপশনে দেন লিনের অন্তঃসত্ত্বার ঘোষণা। তাঁরা লেখেন, ‘দুই বছরের প্রেম, অ্যাডভেঞ্চার, এবং এখন... ছোট্ট একজন আসার পথে।’
মন্তব্যঘরে শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা, সবাই তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।
এর আগে, সামাজিকমাধ্যমে দীপাবলি উদযাপনের বেশকিছু ছবি শেয়ার করেন রণদীপ হুদা। সেখানে দম্পতিকে দেখা যায় ম্যাচিং ড্রেসে। দুজনেই বেছে নিয়েছিলেন হালকা গোলাপি পোশাক। আর লিনকে দেখে অনুরাগীরা অনুমান করেন তিনি অন্তঃসত্ত্বা। অবশেষে সেই অনুমানই সত্যি হলো।
বছর পাঁচেক আগে দু‘জনের দেখা হয়। অভিনেতা নাসিরুদ্দিন শাহের থিয়েটারে প্রাথমিকভাবে শুভদৃষ্টি হয়ে গিয়েছিল রণদীপ ও লিনের। সেই সময় থেকেই রণদীপ ও লিন একটু একটু করে কাছে আসতে শুরু করেছিলেন। দু‘জনের সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে ২৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বিনোদন ডেস্ক