ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস

চট্টগ্রামে ওটিডিএমসির মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান

Looks like you've blocked notifications!
ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রামে নানান আয়োজন। ছবি : সংগৃহীত

যথাযথ মর্যাদায় ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রামে উদযাপন হলো দেশটির ৭৩তম প্রজাতন্ত্র দিবস।

আজ বুধবার ভারতের৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ১০টায় ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রামের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রামের প্রাঙ্গণে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এইচ ই ড. রাজীব রঞ্জন। উপস্থিত ছিলেন সেকেন্ড সেক্রেটারি উদিত ঝা। এ সময় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন।

এবার করোনা মহামারি কিছুটা ঊর্ধ্বগতি হওয়ার কারণে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শককে মুগ্ধ করেন চট্টগ্রামের প্রতিষ্ঠিত নৃত্যদল ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রামের নৃত্যশিল্পীরা। নৃত্যে অংশ নেন তূষি ভট্টাচার্য, ময়ূখ সরকার, মৈত্রী চক্রবর্তী তূর্ণি, অর্জিতা সেন চৌধুরী, দিয়া দাশগুপ্তা, তাহিয়া তানভীন দিহান ও নৃত্য পরিচালক প্রমা অবন্তী।