ছয় বোকাকে যেভাবে চালাক বানালেন ফারুকী!

Looks like you've blocked notifications!
ফারুকী ও বিজ্ঞাপনের কয়েকটি দৃশ্য। ছবি : সংগৃহীত

ছয় বোকাকে চালাক বানানোর মিশনে নেমেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী! তবে সেটা বাস্তবে নয়, বিজ্ঞাপনচিত্রে।

অন্তর্জালে সেই বোকাদের গল্প এরই মধ্যে আলোচনায়। আর এই আলোচনা প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানালেন, এটি বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর কয়েকটি সেবা নিয়ে সিরিজ বিজ্ঞাপন। যেখানে ছয়টি বিজ্ঞাপনে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির, মুকিত জাকারিয়া, জিয়াউল হক পলাশ ও শামীম হাসান সরকার।

এক বিজ্ঞপ্তিতে তাঁদের নিয়ে ছয়টি সিরিজ বিজ্ঞাপন প্রসঙ্গে ফারুকী বলেন, “‘নগদ’ টিম অনেক চিন্তাভাবনা করে এই গল্পগুলো পর্দায় তুলে আনার জন্য কাজ করেছে। যে কারণে ‘নগদ’ টিমের সঙ্গে বসে আমরা শুটিং প্ল্যান চূড়ান্ত করি। অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলো এত দিন ধরে দেশের সাধারণ মানুষকে ‘বোকা’ বানাচ্ছিল, এ বিষয়ে সাধারণ মানুষকে জানানোর জন্য ‘ব-তে বেকুব না হয়ে, ন-তে নগদ-এ’ আসার গল্পগুলো তৈরি। বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে চেষ্টা করেছি হাস্যরসাত্মকভাবে নগদের সেবার গুণাগুণ বুঝিয়ে দিতে। ‘নগদ’ আমার ওপর আস্থা রেখেছে, এ কারণেই ঠিকঠাক কাজটি করতে পেরেছি।”

ফারুকী আরও বলেন, “যেহেতু ছয়টি গল্পের ছয়টি চিত্র এবং দেশের নানা ধরনের মানুষকে উপস্থাপন করে এই বিজ্ঞাপনগুলো তৈরি হচ্ছে, তাই নাখালপাড়া থেকে শুরু হলো মোশাররফ করিমকে ‘বোকা থেকে চালাক’ বানানোর গল্প। ধুলা, ধোঁয়া, সবজির দোকান থেকে শুরু করে বিভিন্ন জয়গায় শুটিং চলল। এর মধ্যে আগ্রহী জনতার ভিড় তো আছেই। এভাবে টানা প্রায় ১০ দিন শুটিং, এডিটিং, ভয়েস ওভার এবং অন্যান্য কাজে আরও বেশ কিছুদিন পার। এভাবে বিজ্ঞাপনগুলো আলোর মুখ দেখল আর ‘ছয়জন বোকা’ আস্তে আস্তে ‘চালাক’ হয়ে উঠলেন।”

এই ছয় শিল্পীর দুর্দান্ত অভিনয়শৈলী আর ফারুকীর নির্মাণকৌশল ও ‘নগদ’ মার্কেটিং ডিপার্টমেন্টের ক্রিয়েটিভ টিমের অক্লান্ত পরিশ্রমে তৈরি হলো ছয়টি বিজ্ঞাপন। এখন দেশের প্রায় সব মিডিয়াতেই মহাসমারোহে চলছে *১৬৭# ডায়াল করে ‘নগদ’-এ এসে বুদ্ধিমান হওয়ার গল্পগুলো।