জমে উঠেছে চিরকুমারদের কর্মকাণ্ড

Looks like you've blocked notifications!
নাটকটির দৃশ্য। ছবি : সংগৃহীত

প্রচার শুরুর আগে থেকেই আলোচনায় ছিল মারজুক রাসেল অভিনীত ‘চিরকুমার’ নাটকটি।

এনটিভিতে ‘চিরকুমার’ প্রচার শুরু হয় ১ নভেম্বর থেকে। দুই পর্ব প্রচারের পর থেকে নাটকটির সংলাপ ও বিভিন্ন দৃশ্যের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে হাস্যরসাত্মক এ ধারাবাহিক।
 
গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। নাটকটিতে সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনকে তিনটি ভিন্ন লুকে দেখা যাচ্ছে।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।
 
প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে নাটকটি। পরে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।