টেলিভিশনে দেখানোর পর ৭ সিনেমা হলে ‘রেডিও’

Looks like you've blocked notifications!
‘রেডিও’ সিনেমার শুটিংয়ের দৃশ্যে রিয়াজ। ছবি : এনটিভি অনলাইন

টেলিভিশনে দেখানোর পর আজ শুক্রবার (১৭ মার্চ) দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রেডিও’ সিনেমা। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করেই আজ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ঐতিহাসিক ভাষণকে ঘিরেই সাজানো হয়েছে ‘রেডিও’ সিনেমার গল্প।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় প্রমুখ। এটি প্রযোজনা করেছে তরঙ্গ প্রোডাকশন।

যেসব সিনেমা হলে চলছে ‘রেডিও’

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।