তারকাদের তারকা সালমান শাহ
নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। দুই যুগ আগে আজকের এই দিনে (৬ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর এত বছর পরও জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে বহু গুণ। বর্তমান সময়ের চলচ্চিত্র তারকাদের চোখেও তিনি পথদ্রষ্টা।
সালমান শাহকে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আমাদের অনেক তারকাই জীবদ্দশায় এই জনপ্রিয়তা দেখে যেতে পারেননি। কাজ করতে গিয়েও তাঁদের অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়েছে। এঁদের অন্যতম ছিলেন সালমান শাহ। বহু রাজনীতির শিকার হয়েছেন তিনি। তবে উনি নিজের কাজ দিয়ে ঠিক জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। আমাদের চলচ্চিত্র শিল্পীদের জন্যও তিনি পথদ্রষ্টা।’
সালমান শাহর নামে এফডিসিতে একটি শুটিং ফ্লোর বা স্থাপনার দাবি করে শাকিব খান বলেন, ‘দেশ-বিদেশের অসংখ্য দর্শকের মতো সালমান শাহ আমারও প্রিয় নায়ক। তিনি আমাদের প্রাণের নায়ক। অসম্ভব গুণী একজন অভিনেতা ছিলেন তিনি। মৃত্যুর এত বছর পরও তিনি মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অথচ এফডিসিতে তাঁর নামে কিছু নেই। দীর্ঘদিন ধরে আমি দাবি করে আসছি, এফডিসিতে তাঁর নামে কিছু হোক। আমি তাঁর একজন ভক্ত হিসেবে এফডিসিতে একটি ফ্লোর বা অন্য কোনো স্থাপনার নামকরণের দাবি করছি। আমি মনে করি, এতে উনাকে সম্মান করা হবে। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী সিনেমা হলে গিয়ে জীবনের প্রথম ছবিটি দেখেছিলেন সালমান শাহর ছবি। সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা। তখন থেকেই তিনি সালমানের ভক্ত। এনটিভি অনলাইনকে বাপ্পী চৌধুরী বলেন, “যখন সিনেমার কিছু বুঝি না, তখন থেকেই আমি সালমান শাহর ভক্ত। পর্দায় আমার জীবনের প্রথম দেখা চলচ্চিত্রটির নাম সালমান শাহর ‘অন্তরে অন্তরে’। তখন আমি স্কুলের ছাত্র। বাবা-মাসহ দেখেছিলাম চলচ্চিত্রটি। ছবিটি দেখেই আমি তাঁর ভক্ত হয়ে যাই। শুটিংয়ে বা অন্য কোনো কারণে সিলেটে গেলে উনার বাড়ি ও কবরটা দেখে আসি। এটা করতে আমার কখনোই ভুল হয় না। সালমান শাহ শুধু নায়ক নন, একটি যুগের নাম। তিনি চলচ্চিত্রে একটি যুগের জন্ম দিয়েছিলেন। সেই যুগের নাম সালমান শাহ যুগ। সবাই দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন তাঁকে ভালো রাখেন।”
সালমান শাহকে আইডল মনে করেন বর্তমান সময়ের আরেক জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সালমান শাহর কথা বলার ধরন, পোশাক, চলাফেরা সবকিছুই যেন আকর্ষণ করে শুভকে। একজন নায়কের কেমন হওয়া উচিত, তাঁকে দেখে অনুভব করা যায় বলেও মনে করেন তিনি। সালমান শাহকে নিয়ে এনটিভি অনলাইনকে শুভ বলেন, ‘শুধু আমার আইডল নন, আমার আত্মার খুব কাছের একজন সালমান শাহ। এমনটাই অনুভব করি আমি। এফডিসিতে শুটিং করার সময় তাঁর কাছের মানুষের কাছে গল্প শুনি। পর্দার বাইরের অসাধারণ সালমান শাহ আমাকে আকৃষ্ট করেছে। যাঁরা উনার সঙ্গে কাজ করেছেন বা সামনাসামনি দেখেছেন, তাঁদের বিশেষ মানুষ মনে হয়। আজ উনার মৃত্যুবার্ষিকী, যেখানেই আছেন, তিনি যেন ভালো থাকেন।’
‘জান্নাত’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাইমন সাদিক। ‘পোড়ামন’খ্যাত এই অভিনেতার স্বপ্নের নায়ক সালমান শাহ। তাঁকে দেখেই অভিনেতা হওয়ার ইচ্ছা গড়ে ওঠে সাইমনের মধ্যে। সালমানকে নিয়ে সাইমন সাদিক বলেন, ‘সালমান শাহকে আমি সরাসরি দেখিনি। পর্দায় দেখেছি। একজন নায়ক কতটা জনপ্রিয় হলে মৃত্যুর দুই যুগ পরও মানুষের ভালোবাসা পেতে পারে, তার বড় উদাহরণ তিনি। শুধু পর্দায় নয়, ব্যক্তি সালমান শাহও মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের একজন সালমান শাহ ছিল।’