দর্শক ধরে রাখতে সস্তা হচ্ছে নেটফ্লিক্স

Looks like you've blocked notifications!
নেটফ্লিক্সের লোগো। ছবি : টেকহাইভ

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ১০ লাখ গ্রাহক হারিয়েছে। দর্শক ধরে রাখতে তাই আরও সস্তা হচ্ছে নেটফ্লিক্স।

বিবিসির প্রতিবেদন, নভেম্বর মাস থেকে বিজ্ঞাপনের চুক্তিতে সাবস্ক্রিপশনের অপশন চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো ও অস্ট্রেলিয়াসহ ১২টি দেশে এই সুবিধা চালু করবে।

নেটফ্লিক্স জানিয়েছে, এই সুবিধায় গ্রাহকেরা প্রতি ঘণ্টায় গড়ে ৪ থেকে ৫ মিনিটের বিজ্ঞাপন বিরতি পাবেন। যুক্তরাজ্যে এই পরিষেবার জন্য মাসে খরচ পড়বে ৪.৯৯ পাউন্ড, অন্যদিকে যুক্তরাষ্ট্রে খরচ পড়বে ৬.৯৯ মার্কিন ডলার।

শুধু নেটফ্লিক্স নয়, ডিজনিও একই পরিকল্পনা দিয়েছে। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে নতুন এই পরিষেবায় তাদের সার্ভিস চার্জ ৭.৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে।