দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’

Looks like you've blocked notifications!
ওটিটি প্ল্যাটফর্মটির লোগো। ছবি : সংগৃহীত

‘দীপ্ত প্লে’ শিরোনামে দেশে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু করতে যাচ্ছে। কাজী মিডিয়া লিমিটেডের দীপ্ত টিভি ২৮ নভেম্বর চালু করতে যাচ্ছে তাদের এই ওটিটি প্ল্যাটফর্ম।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীপ্ত প্লে মূলত বিনোদন অনুষ্ঠানভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। সিনেমা আর সিরিজের মাধ্যমে নতুন ধরনের সব গল্প থাকছে এখানে। রোমাঞ্চকর ফিল্ম আর ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও আগে দেখা যায়নি এমন অদ্ভুত সব সিরিজ নিয়ে হাজির হচ্ছে প্ল্যাটফর্মটি। এছাড়া ছোট গল্পের মতো টানটান শর্ট ফিল্ম আর আনকোরা সব বিদেশী ডাবিং সিরিয়াল থাকছে দীপ্ত প্লেতে।

দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ও সিরিজ ছাড়াও এই প্ল্যাটফর্মে থাকবে দীপ্ত টিভির সমস্ত জনপ্রিয় অনুষ্ঠান। দীর্ঘ ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন ডাবিং সিরিয়াল এখানে দর্শকরা দেখতে পাবেন যখন-তখন, যে কোনও সময়ে। সাবসক্রিপশন মাধ্যমে এ অনুষ্ঠানগুলো টিভির আগেই উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে। হাজারেরও বেশি বাংলা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে দেশে ও দেশের বাইরে থাকা বাংলা দর্শকের জন্য।