ফরজি

নকল টাকা বানিয়ে আসল ৩০ কোটি কামালেন শহিদ কাপুর, অন্যরা কত?

Looks like you've blocked notifications!
ওয়েব সিরিজটির পোস্টার। ছবি : টুইটার থেকে নেওয়া

হেডলাইনের ‘নকল টাকা আসল’ ব্যাপারটা এখনো যারা বুঝতে পারেননি, তাঁদের জন্য পরামর্শ দেখতে হবে আমাজন প্রাইমের আলোচিত নতুন সিরিজ ‘ফরজি’। প্রায় আট ঘণ্টার সিরিজ বানিয়েছেন রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে; যেটির বাজেট সর্বমোট ৮০ কোটি রুপি।

১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘ফরজি’র মাধ্যমে ওয়েব মাধ্যমে পা রাখলেন শহিদ কাপুর। সঙ্গে আছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতিও। এছাড়া কাজ করেছেন রাশি খন্না, ভুবন অরোরা, রেজিমা কাসান্ড্রা, কে কে মেননের মতো অভিনেতারা।

আলোচিত এই সিরিজে কাজ করার জন্য শাহিদ বা বিজয় কত করে টাকা নিয়েছেন জানেন? ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকম এক প্রতিবেদনে দাবি করছে, সিরিজের জন্য শহিদ ৩৫ কোটি রুপি চেয়েছিলেন, শেষ পর্যন্ত পেয়েছেন ৩০ কোটি। নকল নোট বানিয়ে আসল নোটে ৩৫ কোটি কামালেন শহিদ।

বিজয় সেতুপতি পারিশ্রমিক নিয়েছেন ৭ কোটি রুপি। সিরিজে রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক কর্মী হিসেবে মেঘার চরিত্রে দেখা গিয়েছে রাশি খান্নাকে। এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তাঁর এই চরিত্রের জন্য প্রায় ১.৫ কোটি রুপি নিয়েছেন।