পাঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি মারা গেছেন

Looks like you've blocked notifications!
পাঞ্জাবি কণ্ঠশিল্পী বলবিন্দর সাফরি মারা গেছেন। ছবি : সংগৃহীত

বিখ্যাত পাঞ্জাবি কণ্ঠশিল্পী বলবিন্দর সাফরি মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, বলবিন্দর সাফরির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গায়ক গুরু রানধাওয়া। ইনস্টাগ্রামে প্রয়াতের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা আপনার গানকে সম্মান করি। সংগীত জগতে আপনার অবদান অবিস্মরণীয়। আপনার আত্মার শান্তি কামনা। বিদায় বলবিন্দর স্যার।’

মৃত্যুর আগে ৮৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলবিন্দর সাফরি। একটু সুস্থ হওয়ায় কয়েক দিন আগে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল।

পাঞ্জাবি সংগীত অঙ্গনে সাফরি কিংবদন্তিতুল্য। চান মেরে মাখনা, পাও ভাঙড়া, পার লিংগদে-এর মতো স্মরণীয় গান রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে।