প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি আর নেই

Looks like you've blocked notifications!
প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি। ফাইল ছবি

প্রখ্যাত গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি (৬৯) ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর চলতি মাসে ভারতীয় উপমহাদেশের সংগীত জগতের আরও এক গুণীজনের মৃত্যু হলো। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের বরাতে সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।

গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেসব বাঙালি সংগীতশিল্পী দাপটের সঙ্গে কাজ করেছেন, তাঁদের মধ্যে একদম ওপরের দিকে থাকবেন বাপ্পি লাহিড়ি। আশির দশকে বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির দিশা বদলে দিয়েছিলেন এ বাঙালি। ‘ডিস্কো ড্যান্সার’, ‘হিম্মতওয়ালা’, ‘শারাবি’, ‘অ্যাডভেঞ্চার্স অব  টারজান’, ‘ড্যান্স ড্যান্স’, ‘সত্যমেভ জয়তে’, ‘কমান্ডো’, ‘শোলা অওর শবনম’-এর মতো একাধিক সুপারহিট ছবির সংগীতের দায়িত্ব ছিলেন বাপ্পি লাহিড়ি।

বলিউড সুপাস্টার আমির খানের বাবা তাহির হুসেনের ‘জখমি’ সিনেমা দিয়ে বলিউডের সংগীত জগতে আত্মপ্রকাশ করেছিলেন এ বাপ্পি লাহিড়ি। ২০২০ সালে তাঁর শেষ গান ছিল বলিউডের ‘বাঘি-৩’ সিনেমায়।

গত বছরের নভেম্বরে ‘সারেগামাপা’র মঞ্চে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। শেষবার তিনি প্রকাশ্যে আসেন সালমান খানের ‘বিগ বস-১৫’-এর মঞ্চে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীত জগতে।