প্রথম সিরিজে ‘ওসি হারুন’ হয়ে আসছেন মোশাররফ করিম

Looks like you've blocked notifications!
ওয়েব সিরিজটির পোস্টার। ছবি : সংগৃহীত

খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পাচ্ছে ২৫ জুন। আশফাক নিপুণের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাশার।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম হইচই অরিজিনালের ব্যানারে থ্রিলার ঘরানার সিরিজ মহানগরে রাজধানী ঢাকায় এক রাতে সাত ঘণ্টায় ঘটে যাওয়া একটি গল্পের চিত্রায়ন করা হয়েছে, যেখানে গল্পের চরিত্রগুলো মানুষের জীবনের গহীন অন্ধকার দিকগুলোর ওপর আলোকপাত করেছে। ঢাকা মহানগরের যে অন্ধকার গল্পগুলো আমাদের জানা, সেসবের বাইরে যে গল্পগুলো থাকে, তা-ই বলা হয়েছে ‘মহানগর’-এ।

সিরিজটির নির্মাতা আশফাক নিপুণের ভাষ্য, “হইচই-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হইচই-এ সাবস্ক্রাইব করে ‘মহানগর’ ওয়েব সিরিজটি দেখা যাবে। সিরিজটি দর্শকদের কেমন লাগলো তা জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’