প্রবাসীদের নিয়ে লিখলেন রনি, গাইলেন বাবু

Looks like you've blocked notifications!
রনি রেজা ও ফজলুর রহমান বাবু। ছবি : সংগৃহীত

রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে এবার গাইলেন কিংবদন্তি অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। তরুণ কথাশিল্পী রনি রেজার কথায় গানটিতে সুর দিয়েছেন গায়ক খায়রুল ওয়াসী।

আসছে ঈদুল আজহায় প্রবাসীদের নিয়ে করা গানটি প্রকাশ হবে প্রবাস টাইমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রবাস টাইমের সম্পাদক মো. বাইজিদ আল-হাসান।

মো. বাইজিদ আল-হাসান বলেন, ‘এক মাস আগে রাজধানীর নিকেতন এলাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এরপর পর্যায়ক্রমে গানের সমস্ত কাজ শেষ করা হয়। সব ঠিকঠাক থাকলে ঈদুল আজহার আগের রাতে গানটি মুক্তি দেওয়া হবে। গানটিতে প্রবাসীদের হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার কথা উঠে এসেছে। এক কথায় একজন প্রবাসীর বাস্তব চিত্র ফুটে উঠেছে এই গানটিতে। যেমন কথাগুলো হৃদয়ছোঁয়া, তেমনই মায়াবি সুর। সবার শ্রদ্ধেয় বাবু ভাইও দরদ দিয়ে গেয়েছেন। সব মিলে অসাধারণ কিছুর অপেক্ষায় আছি আমরা।’

গানটির বিষয়ে গীতিকার রনি রেজা বলেন, ‘এক কোটির ওপর প্রবাসী বাঙালি রয়েছে বিভিন্ন দেশে। আপনজনের মায়া ত্যাগ করে, আপন ভূমি ছেড়ে, সমস্ত দুঃখ কষ্ট বুকে চাপা দিয়ে তাঁরা উপার্জন করে যাচ্ছেন কেবল আপনজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তাঁদের সত্যিকার কষ্টটাও হয়তো আমরা অনেকে অনুভব করতে পারি না। এই অনুভবের জায়গা থেকেই গানটি লেখা। প্রবাসী ভাইদের ভালো লাগলেই গানটি সার্থক হবে।’

নন্দিত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু বলেন, ‘গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে। প্রবাসীদের নিয়ে অনেক গান হলেও এটি ভিন্ন রকমের। আশা করছি সবার ভালো লাগবে।’