প্রয়াত গীতিকার বিশুর দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

Looks like you've blocked notifications!
প্রয়াত গীতিকার বিশুর দুই মেয়ের সঙ্গে জেমস। ছবি : ফেসবুক থেকে নেওয়া

‘দুষ্টু ছেলের দল’ খ্যাত গীতিকার বিশু শিকদারের মৃত্যুর পর নড়াইলের লোহাগড়ায় বাসাতে গিয়ে বিশুর পরিবারের সঙ্গে দেখা করেছেন জেমস।

সোমবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে গীতিকার বিশু শিকদারের বাড়িতে আসেন জেমস। তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 

বিশু শিকদারের ছোট ভাই শাহ আলম শিকদার জানিয়েছেন, দেখা করে বাবা হারানো বিশুর দুই কন্যা সুকন্যা ও জিমের সার্বিক দায়িত্ব নিয়েছেন জেমস। তাদের পড়াশোনা, থাকা-খাওয়ার সমস্ত ব্যয় বহন করবেন তিনি। 

গত ২১ জানুয়ারি মারা যান বিশু শিকদার। বিশু শিকদারের লেখা জেমসের কালজয়ী গানের তালিকায় আছে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ প্রভৃতি।

এমনকি এক যুগ পর গত বছর জেমস যে নতুন গানটি (আই লাভ ইউ) প্রকাশ করেছেন, সেটিও যৌথভাবে বিশুর লেখা।