‘ফরজি’র বাজিমাত, রেকর্ড ভিউ ৩৭ মিলিয়ন

Looks like you've blocked notifications!
ওয়েব সিরিজটির পোস্টার। ছবি : টুইটার থেকে নেওয়া

আমাজন প্রাইমের আলোচিত নতুন সিরিজ ‘ফরজি’ এখন সবচেয়ে বেশি দেখা ভারতীয় ওয়েব সিরিজ। রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকের প্রায় আট ঘণ্টার এই সিরিজের ভিউ ইতিমধ্যে ৩৭ মিলিয়ন পেরিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ি, এই সপ্তাহে ‘ফারজি’ ‘মির্জাপুর’কেও টপকে গিয়ে মোস্ট ওয়াচড ভারতীয় সিরিজের রেকর্ড গড়েছে; যা অতি অল্প সময়ের রেকর্ড।

শহিদ কাপুর তার ইনস্টাগ্রামে এই খবর পোস্ট করে লেখেন, ‘ফারজি ফিভার, সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ সেই পোস্টে তিনি ফারজির ডেটা পোস্ট করেন।

১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘ফরজি’র মাধ্যমে ওয়েব মাধ্যমে পা রেখেছেন শহিদ কাপুর। সঙ্গে আছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতিও। এছাড়া কাজ করেছেন রাশি খন্না, ভুবন অরোরা, রেজিমা কাসান্ড্রা, কে কে মেননের মতো অভিনেতারা।

সিরিজটিতে স্ট্রিট স্মার্ট ক্রিমিনালের চরিত্রে দেখা গিয়েছে শহিদ কাপুরকে। যিনি সহজে অর্থ রোজগার করতে চান। সেই কারণে নিখুঁতভাবে টাকা বানান তিনি। অন্যদিকে বিজয় সেতুপতিকে এখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে।